নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। শুধু তাই নয়, মৃতদেহ চার ঘণ্টা পর্যবেক্ষণে না রেখে, তাঁর আগেই তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পুরো বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয় ওই হাসপাতালে। মৃত যুবকের নাম রোহন সাউ (২৭)। বাড়ি সদরবাজারে। তিনি পেশায় ছিলেন প্লাম্বিং মিস্ত্রি। এলাকারই একটি বাড়িতে বুধবার সকালে কাজে গিয়েছিলেন রোহন। সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি তাঁকে বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিযোগ, চিকিৎসার নাম করে তাঁকে কিছুক্ষণ ফেলে রাখা হয়। পরে বলা হয়, রোগীর মৃত্যু হয়েছে। এদিকে, ইসিজি সহ রোগীর যে সমস্ত শারীরিক পরীক্ষা করা হয় বলে জানানো হয়েছে, তাঁর রিপোর্ট চাওয়া হলে তা দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে খেপে যান মৃতের বাড়ির লোক। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে হাজির হয় বারাকপুর থানার পুলিস। পরে পুলিসের উপস্থিতিতে হাসপাতালে কর্তৃপক্ষ টোটোয় চাপিয়ে বাড়ি থেকে ফের রোহনের মৃতদেহ নিয়ে আসে। মরদেহ টোটোয় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ায় পরিবারের লোকজন আরও খেপে যান। যদিও সঙ্গে সঙ্গে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনও অঘটন ঘটেনি।