এই সময়: শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলায় এ বার আরও কয়েক জন রাজনীতিবিদ ও প্রভাবশালীকে তারা জিজ্ঞাসাবাদ করবে বলে সিবিআই জানিয়েছে। অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য কারা সুপারিশ করেছিলেন, ওই দুর্নীতির তদন্তে নেমে তার খোঁজ করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা ওই রাজনীতিবিদ ও প্রভাবশালীদের হদিশ পেয়েছেন। বৃহস্পতিবার বিচার ভবনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে সিবিআই এ কথা জানিয়েছে। তা ছাড়া, বেআইনি ভাবে চাকরি পাওয়া, অযোগ্য ১৩৪ জনকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করবে।
এ দিন পার্থর জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআইয়ের তরফে জানানো হয়, কী ভাবে পার্থ চট্টোপাধ্যায় মাস্টারমাইন্ড হয়ে দুর্নীতি করেছিলেন, তার সবিস্তার বিববরণ প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় গোপন জবানবন্দিতে জানিয়েছেন। আদালতে সিবিআইয়ের দাবি, বিকাশ ভবনের ওয়্যারহাউস থেকে মিলেছিল প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় ফেল করা ৩২১ জন চাকরিপ্রার্থীর লিস্ট এবং সেই লিস্ট তৈরি করা হয়েছিল পার্থর নির্দেশে।
ওই তালিকার ১৩৪ জনের চাকরি হয়েছিল। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। পার্থ অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ। ফলে, তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হবে বলে সিবিআই জানায়।
পাল্টা, প্রাক্তন শিক্ষামন্ত্রীর হয়ে জামিনের পক্ষে সওয়াল করে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, তাঁর মক্কেল দু’বছর ৮ মাস হেফাজতে রয়েছেন। তিনি অসুস্থ। সিবিআই এই মামলায় তাঁকে একবার জেলে গিয়ে জেরা করে। তার পর আর জেরা করার প্রয়োজন হয়নি। ফলে, তাঁকে জামিন দেওয়া হোক।
দু’পক্ষের সওয়াল–জবাব শোনার পর বিচারক জানান, আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।