• Breaking News Live: থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে নরেন্দ্র মোদী
    এই সময় | ২৮ মার্চ ২০২৫
  • আইনি জটিলতায় শ্রেয়স তলপড়ে, চিটফান্ড প্রকল্পের নামে টাকা প্রতারণার অভিযোগ

    আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর ৪ এপ্রিল শ্রীলঙ্কা যাবেন তিনি।

    উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বয়লার বিস্ফোরণ। ঝলসে মৃত তিন শ্রমিক। অগ্নিদগ্ধ আরও এক শ্রমিক। শুক্রবার ভোজপুর থানা এলাকার গৌ আত্রাউলিতে ইস্টার্ন রাবার অ্যান্ড রোল ফ্যাক্টরিতে ওই বিস্ফোরণ হয়। মৃত শ্রমিকদের নাম যোগেন্দ্র কুমার, অনুজ ও অবধেশ কুমার। মৃত শ্রমিকরা ভোজপুর, মোদীনগর ও জেবারের বাসিন্দা।

    রাস্তায় নমাজ পাঠ নিয়ে কড়া ভাষায় সতর্ক করল মিরাট পুলিশ। জানানো হয়েছে, রাস্তায় নমাজ পড়লেই বাতিল হবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স।

    মহারাষ্ট্রের মন্ত্রী শম্ভুরাজ দেসাই কুণাল কামরাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘ওঁকে কী ভাবে বের করে আনতে হয় আমরা জানি কিন্তু পুলিশের উচিত কুণাল কামরাকে গ্রেপ্তার করে ওঁর জীবনটাকে কমেডি বানিয়ে দেওয়া। আমাদের ধৈর্যের পরীক্ষা আর নেবেন না। জেলবন্দি করে ওঁকে প্রসাদ খাওয়ান।’

    দুর্বিসহ গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলতে চলেছে। আগামী দু’দিনে দিল্লিতে কিছুটা হলেও নামবে তাপমাত্রার পারদ। বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

    যুদ্ধবিরতির পথে রাশিয়া এবং ইউক্রেন। তবে এই শান্তি চুক্তির আগে ইউক্রেনে নির্বাচন হোক চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    শুক্রবার দুপুর ২টো নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আরজি কর মামলার শুনানি হবে।

    বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর সেরে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভারতীয় সময় রাত ১০টা নাগাদ তিনি হিথরো বিমানবন্দর থেকে উড়ান ধরবেন। লন্ডন থেকে দুবাই হয়ে ফিরবেন কলকাতায়। শনিবার সন্ধ্যায় পৌঁছবেন শহরে। বিস্তারিত পড়ুন

  • Link to this news (এই সময়)