গরমের ‘খেলা’ এখনও শুরু হয়নি। কিন্তু ধীরে ধীরে মেজাজ বদল করছে আবহাওয়া। আগামী ৩ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রার পারদ, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। অর্থাৎ, চৈত্রেই গরমে ভোগান্তি বাড়বে।
শুক্রবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা। এই জেলাগুলিতে রীতিমতো উষ্ণ আবহাওয়া থাকবে ইদের দিনে। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের প্রশ্ন, কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে? এই বিষয়ে কিছুটা আশাহত করছে পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। শুক্র এবং শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।