এই সময়, করণদিঘি: পুকুর থেকে এক মহিলা ও তাঁর আট বছরের কন্যাসন্তানের পচাগলা দেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার গোঁসাইপুর এলাকায়। মৃতার নাম পূর্ণিদেবী (৩০) ও অন্নু কুমারী (৮)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়া জেলার মহারাজপুর রামনাটোলা গ্রামের বাসিন্দা পূর্ণিদেবীর সঙ্গে করণদিঘি থানার সিতমটোলা গ্রামের বাসিন্দা অভি কর্মকারের বিয়ে হয়। তাঁদের চারটি সন্তান রয়েছে। মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, মা ও সন্তানকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই খুনের ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
মৃতার ভাইয়ের অভিযোগ, ‘বোনের উপর লাগাতার অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। অভি–সহ বাড়ির অন্য সদস্যরা ওঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। পরিকল্পনা করে বোন ও ভাগ্নিকে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই ঘটনাতে জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’ পূর্ণিয়ার গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ প্রতিনিধি মহম্মদ নৌসাদ বলেন, ‘সোমবার দুপুরে অভি তাঁর স্ত্রীর নিখোঁজ হওয়ার সংবাদ ফোন করে জানায়। তারপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি শুরু হয়। কিন্তু মা–মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।’
তিনি জানান, বুধবার সন্ধ্যায় মৃতদেহ পুকুরে রয়েছে বলে জানান মৃতার স্বামী। এরপর গোসাইপুরের পুকুর থেকে মৃতদেহ দু’টি পুলিশ উদ্ধার করে। করণদিঘি থানা সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মৃতার স্বামী অভিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।