ফের কলকাতায় ঘনবসতিপূর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ড। কলকাতার পদ্মপুকুর লেনের বস্তির ভিতর এক বাড়িতে আগুন লাগে বলে খবর। খবর পেয়ে পৌঁছয় দমকল। বাড়ির বাসিন্দাদের অভিযোগ, ষড়যন্ত্র করে আগুন লাগানো হয়েছে ওই বাড়িতে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ আগুন লেখা যায় ৭/১, পদ্মপুকুর লেনের ওই বাড়িতে। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। আশপাশের লোকজন সাহায্যের জন্য ছুটে আসেন। দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ওই বাড়ি থেকে নিরাপদে সরিয়ে আনা হয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, অগ্নিকাণ্ডের ঘটনা কোনও দুর্ঘটনা নয়। ষড়যন্ত্র করে এই আগুন লাগানো হয়েছে বলে তাঁদের সন্দেহ। এ বিষয়ে তাঁরা অভিযোগের আঙুল তুলেছেন প্রোমোটারের দিকে। তাদের অভিযোগ, বাড়িটি প্রোমোটিংয়ের জন্য তাঁদের খালি করে দিতে বলা হয়েছিল কিন্তু তাঁরা তা না করায় এ ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
কী ভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। আগুন লাগার খবর পেয়ে রাতেই পদ্মপুকুরে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনি ওই বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও সাহায্যের আশ্বাস দেন। ঘটনাস্থল থেকে যাতে কোনও প্রমাণ লোপাট না হয় তার জন্য বাড়িটি ঘিরে দেওয়া হয়েছে।