• মেন রোড বন্ধ, পর্যটক শূন্য ওল্ড দিঘা
    এই সময় | ২৮ মার্চ ২০২৫
  • এই সময়, দিঘা: দিঘা শহরের ভিতর দিয়ে যাওয়া ১১৬বি জাতীয় সড়কের পাশে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দিরের চৈতন্যদ্বার। তাই ২৪ মার্চ থেকে ২০ দিনের জন্য এই মেন রোডে যান চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। অথচ ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত পর্যটকদের যাতায়াতের জন্যে এটাই প্রধান রাস্তা। রাস্তা বন্ধে পর্যটকরা যেমন সমস্যায় পড়ছেন তেমনি সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।

    ওল্ড দিঘার হোটেল মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ, ইদের সময়ে অনেকেই দিঘায় বেড়াতে আসেন। এখন পর্যটকদের মরশুম বলা যায়। এই সময়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসার ক্ষতি হচ্ছে। ওল্ড দিঘায় না এসে বাইপাশ ধরে সোজা নিউ দিঘায় চলে যাচ্ছেন পর্যটকরা। ভরা মরশুমে ওল্ড দিঘা শূন্য। বৃহস্পতিবার দুপুরে দিঘা–শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান।

    ওল্ড দিঘার ব্যবসায়ীদের দাবি, বাস ওল্ড দিঘা পর্যন্ত আসতে দিতে হবে। এখান থেকে বাইপাশ হয়ে নিউ দিঘায় যাবে। বাস ও পর্যটকদের গাড়ি বাইপাশ দিয়ে না ঘুরিয়ে ওল্ড দিঘার পার্কিং প্লেস পর্যন্ত আসতে দিতে হবে। দিঘা–শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত পাত্র বলেন, ‘চৈতন্যদ্বার তৈরি করতে গেলে রাস্তা বন্ধ রাখতে হবে এটা আমরা জানি। কিন্তু কোনও আলোচনা না করে হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা সমস্যায় পড়েছি। ইদ তো আছেই। তা ছাড়া পরীক্ষাও শেষ হয়েছে। কয়েক দিন পরে গরমের ছুটিও পড়বে। এই পরিস্থিতিতে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’

    ওল্ড দিঘা পর্যন্ত বাস চলাচলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে আজ শুক্রবার দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন ওল্ড দিঘার ব্যবসায়ীরা। দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস বলেন, ‘রাস্তা বন্ধ না করলে চৈতন্যদ্বারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। সমস্যার কথা জেলা প্রশাসনের নজরে আনা হবে।’

  • Link to this news (এই সময়)