• হাতি ভাঙল মাটির বাড়ি, নষ্ট চাষের জমি
    এই সময় | ২৮ মার্চ ২০২৫
  • বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম

    মাটির বাড়ির মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন পরিবারের সকল সদস্য। হঠাৎ করে দেয়াল ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় সকলের। দেখেন, দাঁতাল হাতি খাবারের সন্ধান করছে শুঁড় ঢুকিয়ে। ভয়ে চিৎকার শুরু করে পরিবারের সকলেই। তাঁদের চিৎকার ঘুম ভেঙে যায় পাড়া পড়শির। গ্রামবাসীদের চিৎকার শুনে অবশেষে হাতিটি পালিয়ে যায় জঙ্গলে।

    বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম বন বিভাগের মানিকপাড়া রেঞ্জের কুমারী গ্রামের বাসিন্দা সুনীল মাহাতোর বাড়িতে ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘হাতিটা এসে হামলা চালায়। প্রথমে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। তারপর মাটির দেওয়ালে ধাক্কা মারে। দেওয়ালের কিছুটা অংশ ভেঙে পড়ে। আতঙ্কে চিৎকার শুরু করি। গ্রামবাসীরাও বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করে। সকলের চিৎকার শুনে হাতিটা পালিয়ে যায়।’

    অপরদিকে, ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের ঢেঁকিপুরায় বুধবার গভীর রাতে খাবারের সন্ধানে ধান জমিতে নেমে পড়ে চারটি দাঁতাল হাতি। কাঁচা ধান খাওয়ার পাশাপাশি পায়ে মাড়িয়ে নষ্ট করে ধানের জমি। ঝাড়গ্রাম বন বিভাগের এক আধিকারিক বলেন, ‘হাতির হানায় যাঁদের ফসল নষ্ট হয়েছে বা বাড়িঘর ভেঙেছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)