'বাংলায় কারা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে? কয়েকটি নাম বলুন,' অক্সফোর্ডে প্রশ্নে কী জবাব মমতার?
আজ তক | ২৮ মার্চ ২০২৫
বাংলায় কারা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে? সংস্থার নাম নির্দিষ্ট করে জানতে চাইলেন এক পড়ুয়া। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেন এক ছাত্র। বামপন্থী ছাত্র সংগঠন SFIUK এদিন তাঁর ভাষণের মাঝে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে। বারবার নানা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশে বাধা দেওয়া হয়। তবে পুরোটাই দক্ষ রাজনীতিবিদের মতো সামাল দেন মুখ্যমন্ত্রী। প্ল্যাকার্ডের পাল্টা একটি পোস্টার আকারে নিজের একটি ছবি দেখান মুখ্যমন্ত্রী। পুরানো সাদা-কালো ছবি, তাঁর মাথায় ব্যান্ডেজ। বাম আমলে, ১৯৯০ সালে তাঁকে কীভাবে 'খুনের চেষ্টা' করা হয়েছিল তা তুলে ধরেন। এর পাশাপাশি বলেন, এটি রাজনৈতিক মঞ্চ না হলেও তিনি এই বিষয়টি গ্রহণ করছেন। এরপর ফের আসবেন বলেও জানান। একইসঙ্গে প্রতিবাদী বাম ছাত্রদের বাংলায় এসে দলের শক্তি বাড়াতে ও তাঁর বিরুদ্ধে রাজনীতির ময়দানে লড়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
'ঠিক কোন সংস্থার কথা বলছেন?'
বিভিন্ন শিল্প সম্মেলন, বৈঠক, জনসভায় রাজ্যে বড় অঙ্কের বিনিয়োগ প্রস্তাবের কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই বিষয়ে প্রশ্ন করেন এক ছাত্র। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে লক্ষ-কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবের কথা বলছেন, কারা দিয়েছে? এমন কয়েকটি সংস্থার নাম স্পষ্ট করে বলুন।' উত্তরে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন, 'এমন বহু সংস্থা রয়েছে। যেমন...' এরপরেই তুমুল শোরগোলে মুখ্যমন্ত্রী থামতে বাধ্য হন। দর্শক আসনে বসা ছাত্রদেরই একাংশ, বিক্ষোভকারীদের থামিয়ে বলেন, এটি সাংবাদিক সম্মেলন নয় যে এই প্রশ্নগুলি করা হবে।
এদিন কলকাতার আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের নির্যাতন-মৃত্যুর ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়। এই নিয়েও পড়ুয়াদের একাংশকে হইচই করতে দেখা যায়। তবে এক্ষেত্রেও ঠান্ডা মাথায় বিষয়টি ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'বিষয়টি বিচারাধীন, মামলাটি কেন্দ্রীয় সরকারের কাছে।' এরপরেই বিক্ষোভকারীদের ‘ভাই’ বলে সম্বোধন করেন তিনি। হাসিমুখে বললেন, 'ভাই এরকম করবেন না। আমি সকলকে ভালোবাসি। এটাকে রাজনীতির মঞ্চ করবেন না। তার চেয়ে বরং বাংলায় আসুন। আপনার দলকে বলুন শক্তিবৃদ্ধি করতে।' প্রশ্নোত্তর পর্বে টাটা গ্রুপের সিঙ্গুর প্রকল্প ছাড়ার প্রসঙ্গও তুলে ধরা হয়। ২০০৮ সালে মমতার নেতৃত্বে তীব্র আন্দোলনের পর টাটা মোটর্স সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প স্থানান্তরিত করে। এর জবাবে মমতা ফের ৯০-এর দশকের তাঁর রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরেন।
বামপন্থী ছাত্র সংগঠন SFI-UK এই বিক্ষোভ করে। তারা মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার দমনের অভিযোগ তোলে।