নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চৈত্রের মাঝামাঝি সময় থেকেই শহরে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। চড়চড় করে চড়ছে পারদ। দুপুর শুরু হতেই বাইরে বের হওয়া অনেক ক্ষেত্রে দুষ্কর হয়ে উঠেছে। মাঝ চৈত্রেই এমন অবস্থায় হওয়ায় অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এখনও বৈশাখ যে বাকি!আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার সকালের দিকে আকাশ থাকবে পরিষ্কার। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৬ ডিগ্রির আশেপাশে। গতকাল, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। দুটি ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।অন্যদিকে, তাপপ্রবাহের ব্যাপারে পশ্চিমবঙ্গসহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। তাপপ্রবাহের মোকাবিলা করতে কী ধরনের আগাম ব্যবস্থা নিতে হবে, তা জানিয়ে সব রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত এলাকার প্রশাসকদের চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজ্যে তাপপ্রবাহ ও বেশি গরম পড়ার মতো পরিস্থিতি তৈরি হলে সেই সতর্কবার্তা রাজ্য সরকারকে দেওয়া হয়। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলাসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রাখে আবহাওয়া দপ্তর। বজ্রপাত ও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্য সরকারকে সতর্ক করা হয়। আপাতত দক্ষিণবঙ্গে চড়া গরম থাকলেও তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে এই দফায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা এদিনই ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে।