• ‘উচ্ছেদের চেষ্টা’, পদ্মপুকুরে অগ্নিকাণ্ডের নেপথ্যে প্রোমোটরের ষড়যন্ত্র?
    প্রতিদিন | ২৮ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিছক দুর্ঘটনা নাকি প্রোমোটারের ষড়যন্ত্রে অগ্নিকাণ্ড? পদ্মপুকুর লেনে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্নের ভিড়। বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা।

    বৃহস্পতিবার রাত। ঘড়ির কাঁটায় সাড়ে ৯টা হবে। পদ্মপুকুর লেনের একটি বাড়ি আচমকা দাউদাউ করে জ্বলতে শুরু করে। সেই সময় বাড়ির ভিতর লোকজন ছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশপাশের লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন। সকলেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে যদিও স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    খবর পাওয়ামাত্র রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। সাহায্যের আশ্বাসও দেন। কীভাবে ওই বাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার নেপথ্যে প্রোমোটরের ষড়যন্ত্র দেখছেন ক্ষতিগ্রস্তরা। তাঁদের দাবি, ওই বাড়িটির দিকে দীর্ঘদিন ধরে নজর পড়েছে প্রোমোটরের। তিনি বাড়ি খালি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তবে তাঁরা কিছুতেই রাজি হচ্ছিলেন না। সে কারণে আগুন লাগিয়ে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টায় প্রোমোটরের লোকজন আগুন লাগিয়ে দিয়েছে বলেই অভিযোগ। বাড়িটি আপাতত ঘিরে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)