৩১ মার্চ অবসর নেওয়ার কথা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার চারদিন আগে তাঁকে সরানো হলো। রাজভবনের তরফে একটি চিঠিও পাঠানো হয়েছে উপাচার্যকে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই সময়ে উপাচার্যের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। সেই অশান্তির জেরেই কি এই সিদ্ধান্ত? অবসর নেওয়ার মাত্র ৪ দিন আগে ভাস্কর গুপ্তকে পদ থেকে সরানোর পর উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিল মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ভাস্কর গুপ্ত। ৩১ মার্চ তাঁর অবসর নেওয়ার কথা। কিন্তু তার আগেই ২৭ মার্চ রাজভবনের তরফে উপাচার্যকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যেখানে উপাচার্য পদ থেকে তাঁকে সরানোর কথা বলা হয়েছে তাৎক্ষণিক ভিত্তিতে। যদিও কেন তাঁর অবসরের মাত্র চারদিন আগে এই সিদ্ধান্ত, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এ ক্ষেত্রে চিন্তার দেউলিয়াপনা প্রকট। কলকাতা ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েও অচলাবস্থা তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও সেই দিকেই যাচ্ছে।
ভাস্কর গুপ্ত এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, কেন এই নির্দেশ, তার কোনও কারণ লেখা নেই চিঠিতে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। বিশ্ববিদ্যালয় ডাকলে তিনি আসবেন।