আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শুক্রবার শিয়ালদহ আদালতে তদন্ত সংক্রান্ত আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সূত্রের খবর, সেই রিপোর্টে সিবিআই জানিয়েছে, নতুন করে আরও তিনজনের কল ডিটেলসে নজর রাখা হচ্ছে। নতুন করে নথিভুক্ত হয়েছে ২৪ জন সাক্ষীর বয়ান। পাশাপাশি, আরজি কর এবং তার আশেপাশের এলাকার নতুন সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে। মূল ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা বা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, সেই বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।
উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। এই ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড (আমৃত্যু) দেওয়া হয়েছে। পাশাপাশি এই মামলা চলছে শিয়ালদহ আদালতে। চলছে তদন্ত প্রক্রিয়াও। শুক্রবার এই ঘটনার তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতে পেশ করে সিবিআই।
এ দিন নির্যাতিতার বাবা বিচারককে উদ্দেশ করে বলেন, ‘আট মাস ধরেই হবে হবে বলা হচ্ছে।’ বিচারক তাঁকে বলেন, ‘নিজেকে ব্রাত্য ভাববেন না। প্রথম দিকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, তার সঙ্গে এই স্টেটাস রিপোর্টের অনেকটাই পার্থক্য রয়েছে। এখানে ২৪ জনের বয়ানের পাশাপাশি আরও অনেক বিষয় নতুন রয়েছে।’ পাশাপাশি এ দিন নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মামলা চলাকালীন শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা থাকছেন না। এই অভিযোগ শোনার পরে বিচারক নির্দেশ দেন, আগামী ১৬ এপ্রিল তাঁদের আদালতে হাজির করতে হবে।