• বল নিয়ে বিবাদের জেরেই হাওড়ার ৪ বছরের শিশুকে ‘খুন’, গ্রেপ্তার নাবালক
    এই সময় | ২৮ মার্চ ২০২৫
  • হাওড়ার ডোমজুড়ে ৪ বছরের শিশু আয়ুষ শেখের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক নাবালক। খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়ির সামনে থেকে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল ৪ বছরের শিশু আয়ুষ শেখ। প্রথমে বাড়ির সদস্যরা ভেবেছিলেন, শিশুটি খেলার জন্য আশেপাশের এলাকাতে চলে গিয়েছে। কিন্তু তার খোঁজ না মেলায় দুশ্চিন্তা বাড়ে বাড়ির সদস্যদের। প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর নিখোঁজ শিশুটির দেহ উদ্ধার হয় বাড়ির সামনের ঝোপের আড়াল থেকে। সেই সময়ে শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। গলায় পেঁচানো ছিল একটি জামা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ডোমজুড়ের ডাঁসপাড়ায়। ঘটনার তদন্তে নামে পুলিশ।

    হাওড়া সিটি পুলিশের প্রাথমিক অনুমান ছিল শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালককে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা জানতে একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ।

    ভিডিয়ো ফুটেজে ওই শিশুটির পেছনে একটি নাবালককে হেঁটে যেতে দেখা যায়। সেই সূত্র ধরে ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়ে ওই নাবালক। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। সে ডোমজুড়ে সেলাইয়ের কাজ শিখছিল সে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছে সে। বল নিয়ে এই বিবাদের সূত্রপাত। ইতিমধ্যেই ওই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।

  • Link to this news (এই সময়)