• মেদিনীপুর কলেজিয়েট স্কুলকে ২ একর জায়গা ‘পুরস্কার’ প্রশাসনের, হবে নতুন ইংরেজি মাধ্যম ক্যাম্পাস?
    এই সময় | ২৮ মার্চ ২০২৫
  • মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলকে ২ একর জায়গা দিল রাজ্য সরকার। এই জায়গাতেই স্কুলের নতুন একটি ক্যাম্পাস গড়ে উঠতে পারে। শুধু তাই নয়, সেই ক্যাম্পাস পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যম করার জন্য রাজ্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানাতে পারে স্কুল কর্তৃপক্ষ। 

    মেধার নিরিখে বরাবর এগিয়ে মেদিনীপুর কলেজিয়েট স্কুল। এই স্কুলের সঙ্গে বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিমল দাশগুপ্ত থেকে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে। এখনও গ্রাম, শহরতলির বহু মেধাবী পড়ুয়া সেখানে পড়াশোনা করেন। স্বাভাবিক ভাবেই প্রশাসনের এই পদক্ষেপে উপকৃত হবেন বহু পড়ুয়া। 

    মেদিনীপুর শহরের উপকণ্ঠে খাসজঙ্গল এলাকায় জেলা প্রশাসনের তরফে ওই জায়গা তুলে দেওয়া হয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের হাতে। বৃহস্পতিবার সেখানে ভিত পুজোও হয়। ওই জায়গাতে কলেজিয়েট স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে উঠবে।

    জানা গিয়েছে, তিন বছর আগে জায়গায় জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে তৎপরতা দেখিয়েছিলেন তৎকালীন জেলাশাসক রশ্মি কমল। পরবর্তী সময়ে জেলাশাসক আয়েশা রানি এবং বর্তমান জেলাশাসক খুরশিদ আলি কাদেরিও এই বিষয়ে সদর্থক পদক্ষেপ করেন। 

    অবশেষে চলতি মাসেই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের হাতে পাকাপাকিভাবে এই জায়গা তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া বলেন, ‘আমরা দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে জায়গা চেয়েছিলাম। রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দিয়েছে। এখানে ভোকেশনাল বা প্রযুক্তিবিদ্যার শাখা গড়ে তোলার ইচ্ছে রয়েছে। সেই সঙ্গে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার স্বপ্ন রয়েছে। অবশ্যই তা রাজ্য সরকার অনুমোদিত হবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের বর্তমান ক্যাম্পাসে উচ্চমাধ্যমিক স্তরের বিজ্ঞান শাখায় ইংরেজি মাধ্যমেও পড়ানো হয়। পাশাপাশি নতুন ক্যাম্পাসে মিনি ইনডোর স্টেডিয়ামও গড়ে তোলার স্বপ্ন রয়েছে।’ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান জানান, প্রশাসনের তরফে স্কুলের কর্তৃপক্ষকে জায়গা দেওয়া হয়েছে। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সার্বিক উন্নয়ন চাইছেন সবাই।

    (তথ্য সহায়তা : মণিরাজ ঘোষ)

  • Link to this news (এই সময়)