• চলতি সপ্তাহেই বাঁকুড়া-পুরুলিয়ায় ৪০ ডিগ্রি! গরমে নাজেহাল দশা মার্চেই? জানিয়ে দিল হাওয়া অফিস...
    আজকাল | ২৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মার্চ জুড়েই আবহাওয়ার খামখেয়ালিপনা। একদিকে প্রখর রোদ, তারই মাঝে বৃষ্টি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, এখন আর বৃষ্টি সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। চলতি সপ্তাহ থেকে একেবারে শুষ্ক আবহাওয়া জেলায় জেলায়। উলটে তরতরিয়ে বাড়বে পারদ। যদিও বুধবার থেকেই তার আভাস স্পষ্ট জেলায় জেলায়। 

    হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় আবহাওয়া .৪থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এক ধাক্কায়। রাজ্যের পূর্বাঞ্চলের জেলাগুলিতে যেমন তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি, তেমনই পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের তাপমাত্রা এক ধাক্কায় পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে।

    দক্ষিণবঙ্গে যখন প্রখর রোদ, প্রবল গরম, তখনও স্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিস সূত্রের খবর, শুক্র-শনিবার দার্জিলিং, কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গেই ৪০-৫০ কিমি বেঘে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

    উল্লেখ্য, ইতিমধ্যে দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মরসুমে তীব্র তাপপ্রবাহ জারি থাকবে উত্তর ভারত জুড়ে। অন্যান্য বছরে গ্রীষ্মে যদি ৬-৮দিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকত, এবার তা বেড়ে দ্বিগুন, অন্তত ১২-১৪ দিন হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)