• ভূমিকম্পে কেঁপে উঠল সুন্দরবনের বিভিন্ন গ্রাম, ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা...
    আজকাল | ২৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন গ্রাম। সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ-সহ পার্শ্ববর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। বাসিন্দারা ঘর ছেড়ে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। মহিলারা উলু ও শঙ্খধ্বনি বাজিয়ে বিপদ সংকেত দেন। 

    শুক্রবার মায়ানমারের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই ভূমিকম্পের জের ভারতবর্ষের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে ভূমিকম্পন অনুভূত হয়। পুকুর, জলাশয় ও নদীর জল কাঁপতে থাকে। বাসিন্দাদের দাবি, কয়েকটি ধাপে প্রায় আধঘন্টা ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। অতীতে ভূমিকম্প হলেও তা কখনো দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু এবার ভূমিকম্প প্রায় আধঘন্টা ধরে চলতে থাকে। 

    সন্দেশখালির সানডেল বিল এলাকার প্রবীণ বাসিন্দা, জিয়াউল আলি বলেন, 'আমার প্রায় ৮০ বছর বয়স। অতীতে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভব করেছি। কিন্তু এবার প্রথম দেখলাম যে প্রায় আধঘন্টা ধরে ভূমিকম্প চলছে। স্বাভাবিকভাবে আমরা একটু আতঙ্কের মধ্যে রয়েছি।' সোনালি মণ্ডল নামে এক গৃহবধূ জানালেন, 'প্রায় আধঘণ্টা ধরে ভূমিকম্প হচ্ছে। আমাদের গ্রামীণ বিশ্বাস অনুযায়ী হলুদ ধ্বনি ও শঙ্খ বাজালে প্রাকৃতিক দুর্যোগ বন্ধ হয়ে যায়। তাই, আমরা সংকর ধ্বনি বাজিয়েছি।'

    ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
  • Link to this news (আজকাল)