• শিঙাড়ার চাটনি না দেওয়ায় তেলেভাজার দোকানের কর্মীকে চড় TMC কাউন্সিলরের
    আজ তক | ২৮ মার্চ ২০২৫
  • শিঙাড়া খাওয়ার জন্য বাড়তি চাটনি চাওয়াকে কেন্দ্র করে বাদানুবাদ। তেলেভাজার দোকানের কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগ উঠল তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে  শ্মশান কালী মন্দিরের কাছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। ক্ষমা চেয়ে নিস্তার পান ওই কাউন্সিলর।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে দুবরাজপুরের শ্মশান কালী মন্দিরের কাছে। সন্ধ্যাবেলা ওই দোকানে শিঙাড়া কিনতে আসেন দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। অভিযোগ, শিঙাড়া কেনার পর অতিরিক্ত এক প্যাকেট চাটনি চান ওই তৃণমূল কাউন্সিলর। দোকানের কর্মচারী জিতেন্দ্রনাথ সাহা তা দিতে অস্বীকার করেন। আর তারপরেই কাউন্সিলর তাঁকে সপাটে চড় মারেন। জিতেন্দ্রনাথের দাবি, কাউন্সলির এত জোরে চড় মারেন যে তিনি মাটিতে পড়ে যান৷

    এরপরেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিনের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানা মোড়ের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আসেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্য়ায়, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলি-সহ অন্যান্য কাউন্সিলরা।

    জনতার দাবিতে শেষ পর্যন্ত ওই তৃণমূল কাউন্সিলরকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ। পরে অবশ্য কাউন্সিলর ক্ষমা চেয়ে নেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে উঠে যায় জাতীয় সড়কের অবরোধ।
  • Link to this news (আজ তক)