আঁচ করেছিলেন আগেই, ঘটলও তাই। 'মিথ্যেবাদী', 'আপনি অভয়াকে খুন করেছেন' অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই মন্তব্য উড়ে এল বিক্ষোভকারীদের তরফে। তবে প্রস্তুত ছিলেন মুখ্যমন্ত্রী। মেজাজ না হারিয়ে কোনওমতে পরিস্থিতি সামাল দেন। তাঁর বক্তৃতার সময় হাজির হওয়া বেশ কিছু এসএফআই সমর্থকেরা বেকারত্ব, আরজি কর নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন। জবাবে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়ননি মমতা।
লন্ডনের কেলগ কলেজে বসে বাম জমানায় মমতার মাথা ফাটানোর ছবি দেখিয়ে বামপন্থীদের আক্রমণ করেন। এরপরই বিক্ষোভকারীদের মধ্যে কেউ একজন বলে ওঠেন 'আপনি অভয়াকে খুন করেছেন'। কী জবাব দেন মমতা?
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মমতা প্রথমেই বলেন, "আপনারা তো জানেন মামলাটি এখনও বিচারাধীন। সিবিআই মামলাটি দেখছে, এই নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না। এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। রাজনীতি করতে হলে বাংলায় গিয়ে করবেন। আপনারা জানেন ক্রাউড ফান্ডিং কোথা থেকে এসেছে। দয়া করে মিথ্যে কথা বলবেন না। আমি আপনাদের সকলকে খুব ভালবাসি। আপনারা আপনাদের পার্টিকে আরও মজবুত করুন। যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে।"
এরপরই বাম জমানায় তাঁর মাথা ফাটানোর ছবি তুলে ধরেন মমতা। সেখান থেকে বামেদের কটাক্ষ করে বলেন, "আপনারা আমার সঙ্গে এমন দশা করেছিলেন। আপনারা আমাকে অসম্মান করতে পারেন। আপনাদের কলেজকে করবেন না। আমি যেখানেই যাই ওরা আমার সঙ্গে এরকম ব্যবহার করে।"
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মমতা আরও বলেন, ‘‘আপনারা আপনাদের অ্যাজেন্ডা পূরণ করেছেন। আমার খুব ভালো লেগেছে। আমার অভিনন্দন রইল। আপনাদের অ্যাজেন্ডার সঙ্গে নিয়ে খুব ভালো করে ঘুমোন।" এও বলেন, "আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না।’’
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। এরপর এসএফআই ইউকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, "আরজিকরে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে। তাই প্রশ্ন করা হয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরাবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হবেই। যখন বেকারত্বে রাজ্য ডুবে, সে সময় ৪৬% বেকারত্ব কমিয়ে দেওয়ার মিথ্যাচারের বিরুদ্ধে প্রশ্ন হবেই। ইংল্যান্ড হোক বা ইংলিশবাজার। আজ অক্সফোর্ডে দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পঠনরত পড়ুয়া- গবেষক, যারা বিলেতে ভারতীয় ছাত্রদের যন্ত্রণার পাশে থাকে, সেই এসএফআই এর সদস্যরা গিয়ে মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আর সেখানে তথাকথিত মিডিয়া ব্যারনদের আস্ফালনটাও দেখুন।"
সবশেষে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে আরও একটি কথা বলেন মমতা, "ইউ আর মাই সুইট ব্রাদার। আই লভ ইউ অল। প্লিজ শান্ত হোন। আমি আপনাদের মিষ্টি দেব।’’ পাশাপাশি নিজেকে রয়াল বেঙ্গল টাইগার বলে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখালে হবে না। আমি ভয় পাই না। আমি আমার মাথা নত করি একমাত্র জনতার সামনে।