বীরভূমের লাভপুরে উদ্ধার দুই ড্রাম তাজা বোমা, আতঙ্কিত বাসিন্দারা
বর্তমান | ২৮ মার্চ ২০২৫
সংবাদদাতা, সিউড়ি: বীরভূমে একের পর এক এলাকায় বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত। শুক্রবার লাভপুর থানার এলাকায় নতুন করে বোমা উদ্ধারের ঘটনা সামনে এল। লাভপুরের গোপালপুরের মাঠ থেকে দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। শুক্রবার ভোরে তল্লাশি চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করা হয়। পুলিস সূত্রে খবর, দুটি ড্রামে প্রায় ৩৫ থেকে ৩৭টি বোমা ছিল। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল, তা খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিস। জেলায় বারবার বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, বীরভূমে এত বোমা আসছে কোথা থেকে? রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের পরিস্থিতি কি উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে? এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তাঁদের দাবি, পুলিস অবিলম্বে এই ঘটনার তদন্ত করে ঘটনা সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তি দিক।