• যাদবপুরের উপাচার্য পদ থেকে ভাস্কর গুপ্তকে সরালেন রাজ্যপাল
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৫
  • যাদবপুরের উপাচার্য পদ থেকে ভাস্কর গুপ্তকে সরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে ইতিমধ্যেই এই মর্মে চিঠি পাঠানো হয়েছে উপাচার্যকে। ২০২৪ সালের এপ্রিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব পেয়েছিলেন ভাস্কর গুপ্ত। নথি অনুযায়ী, চলতি মাসের ৩১ তারিখ অবসর গ্রহণ করার কথা তাঁর। তার মাত্র কয়েকদিন আগে, ২৭ মার্চ অর্থাৎ রাজভবনের তরফে উপাচার্যকে সরানোর চিঠি পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় চিঠির বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

    ভাস্করের অপসারণের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপাতত উপাচার্যহীন। এর ফলে নতুন করে জটিলতা তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাস্কর গুপ্ত বলেন, ‘২০২৪ সালের ২২ এপ্রিল থেকে আমি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নিয়েছিলাম। অবসরের চার দিন আগে এই চিঠি দেওয়া হল। ৩১ মার্চ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে থাকব। উপাচার্য থাকালীন যাদবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছি। কেন এই নির্দেশ, তার কোনও কারণ লেখা নেই ওই চিঠিতে। মাননীয় আচার্যের অধিকার আছে, তিনি যা নির্দেশ দেবেন, সেটাই হবে। আমি বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। ভালো, খারাপ লাগার ঊর্ধ্বে আমি। যখন বিশ্ববিদ্যালয় ডাকবে আমি আছি।’

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)