• নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জবানবন্দি প্রাক্তন ওএসডির
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৫
  • বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে গুরত্বপূর্ণ সাক্ষ্য দেন জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর ওএসডি। ‘নিয়োগ দুর্নীতির মূলচক্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই’। জামিনের বিরোধিতা করে বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, -‘পার্থর নির্দেশেই নষ্ট করা হয়েছিল ওএমআর শিট’। ঘটনার সঙ্গে অনেক রাজনৈতিক প্রভাবশালীর নাম রয়েছে বলেও দাবি করা হয়েছে। জানা গেছে, সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন গোপন জবানবন্দিতে পার্থর প্রাক্তন ওএসডি দাবি করেছেন, -‘পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সেসময়ই ওএমআর শিটের নথি নষ্ট করা হয়েছিল’।এর আগে নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আর এক আত্মীয়। এমনকী নিয়োগ মামলায় রাজসাক্ষীও হয়েছেন পার্থর জামাই।

    এবার প্রাক্তন মন্ত্রীর ওএসডিও আদালতে গোপন জবানবন্দিতে নিয়োগ দুর্নীতির মাথা হিসেবে পার্থকেই দায়ী করলেন। যার জেরে নিয়োগ মামলায় পার্থর বিপদ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল এসএসসি মামলায় এর আগে আদালতে পার্থর আইনজীবী দাবি করেছিলেন, -‘মন্ত্রী হিসেবে তিনি কিছুই জানতেন না। তাঁকে এড়িয়েই স্কুল সার্ভিস কমিশন সব করেছে’। তবে কেন্দ্রীয় তদন্ত সংস্থার চার্জশিটে লেখা হয়েছে, -‘পার্থ চট্টোপাধ্যায়ের অজ্ঞাতে কোনও ঘটনাই ঘটেনি। বরং বলা যায়, পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির বিষয়ে বিশেষভাবে অবগত ছিলেন’।সিবিআই চার্জশিটে এও লেখা হয়েছিল, -‘কী ভাবে বেআইনি নিয়োগ হবে, কোন কাজ কে কী ভাবে করবে তা সবটাই পার্থ চট্টোপাধ্যায় নির্দেশিত ছিল। অর্থাৎ, কীভাবে একজনের জায়গায় অন্য জন চাকরিতে ঢুকবে, নম্বর বদল হবে, কে কার থেকে টাকা নেবে, কীভাবে সেই টাকা তোলার প্রক্রিয়া হবে তা পার্থবাবুর মস্তিষ্কপ্রসূত’।সূত্রের খবর, এদিন গোপন জবানবন্দীতে একই কথা শুনিয়েছেন প্রাক্তন মন্ত্রীর ওএসডি। এতে ক্রমশ বিপদ বাড়লো পার্থ চট্টোপাধ্যায়ের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)