দেবব্রত ঘোষ: ডোমজুড়ে শিশু খুনের ঘটনায় গ্রেফতার এক নাবালক। খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলে পুলিস সূত্রে খবর। ডোমজুড় থানার অন্তর্গত দাসপাড়া এলাকায় গতকাল বাড়ির কিছু দূরে ঝোপের মধ্যে পাওয়া যায় বছর চারেকের এক শিশুর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
নিহত শিশুর মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে তদন্তে নামে পুলিস। সিসিটিভি ফুটেজে ওই শিশুকে হেঁটে যেতে দেখা যায়। সেইসময় তার পিছনেই ছিল ধৃত নাবালক। সেই সূত্র ধরেই ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। জেরার মুখে ভেঙে পড়ে সে। অপরাধের কথা স্বীকার করে নেয় ধৃত নাবালক। জানায় খেলার বল নিয়ে বিবাদের জেরেই গলায় জামার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ওই শিশুকে খুন করেছে সে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, আদতে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই নাবালক ডোমজুড়ে দর্জির কাজ শিখতে এসেছিল। হাওড়ার পুলিস কমিশনার, প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, সামান্য খেলার সময়ের বিবাদ থেকে এই খুনের ঘটনা। গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।