• আরজি কর কাণ্ডে আদালতে স্টেটাস রিপোর্ট দিল CBI, সন্দেহের তালিকায় আরও ৩
    হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৫
  • আরজি কর কাণ্ডের তদন্তে শিয়ালদা আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। স্টেটাস রিপোর্টে তদন্তে অগ্রগতির ব্যাপারে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিচারক। এদিন শুনানির সময় আদালতে হাজির ছিলেন আরজি করের নিহত চিকিৎসকের বাবা - মা। সুবিচারের ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেন বিচারক।

    এদিন ৩পাতার স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে, আরজি কর কাণ্ডের তদন্তে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। নতুন করে ৩ জন সন্দেহভাজনের কল রেকর্ড সংগ্রহ করেছে তারা। ঘটনার আগের ও পরের দিন তারা কার কার সঙ্গে যোগাযোগ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনায় সিবিআই নতুন করে ২৪ জনের বয়ান রেকর্ড করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। আরজি কর হাসপাতালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি রিপোর্ট সংগ্রহ করেছে সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টাকা থানার প্রাক্তন IC অভিজিৎ মণ্ডলের তথ্যপ্রমাণ লোপাটে কোনও ভূমিকা রয়েছে কি না সেব্যাপারেও তদন্ত চলছে।

    এদিন আদালতে নিহত চিকিৎসকের বাবা - মায়ের কোনও বক্তব্য রয়েছে কি না তা জানতে চান বিচারক। তখন নির্যাতিতার বাবা উঠে বলেন, ৮ মাস ধরে তদন্ত প্রায় একই জায়গায় আটকে রয়েছে। আমরা এখনও বিচার পেলাম না। জবাবে বিচারক বলেন, আপনারা নিজেদের ব্রাত্য ভাববেন না। যে অভিযোগের তদন্ত চলছে তার দ্রুত সমাধান সম্ভব নয়। একটু অপেক্ষা করুন।

    আরজি কর কাণ্ডে ইতিমধ্যে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। ওদিকে এই ঘটনার নতুন করে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিহত চিকিৎসকের বাবা মা। সেই মামলা শুনানির জন্য কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে সর্বোচ্চ আদালত।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)