• ‘পুলিশ তো আপনাদেরই বাঁচানোর চেষ্টা করছে’, BJP-র ফুটেজ দেখে বলল আদালত!
    হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৫
  • নিজেদের জোগাড় করা ভিডিয়ো ফুটেজ আদালতে পেশ করে প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। তাদের অভিযোগ ছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচিতে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বাঁশ নিয়ে 'হামলা' চালিয়েছেন! কিন্তু, কলকাতা হাইকোর্টের এজলাসে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ফুটেজ চালানো হলে বিজেপির 'বাঁশ নিয়ে হামলা' সংক্রান্ত অভিযোগ নিয়েই সংশয় প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই অভিযোগের ভিত্তিতে আরও স্পষ্ট ভিডিয়ো ফুটেজ আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে, রাজ্য পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

    যে ঘটনা নিয়ে এত 'কলরব', সেটি ঘটেছিল গত ১৯ মার্চ । ওই দিন বারুইপুরে দলীয় কর্মসূচি ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিজেপির কাছে সেই কর্মসূচির প্রশাসনিক অনুমতি ছিল।

    এদিকে, যেখানে শুভেন্দুর ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়, তার মাত্র ১০০ মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল। একথা শুনে অবাক হয়ে যান বিচারপতি ঘোষ। জানতে চান, দু'টি বিরোধী রাজনৈতিক দলের অনুষ্ঠান একই দিনে, একই সময়ে, প্রায় একই জায়গায় কীভাবে দেওয়া হল?

    ঘটনা প্রসঙ্গে সামনে আসে ওই দিন শুভেন্দুর গাড়ি আটকে তৃণমূলের নেতা ও কর্মীরা কালো পতাকা দেখান এবং জয় বাংলা স্লোগান তোলেন। উলটো দিকে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। মুহূর্তে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখানেই বিচারপতি প্রশ্ন তোলেন, একই জায়গায় কীভাবে এই দু'টি কর্মসূচির অনুমতি দিল প্রশাসন!

    জবাবে রাজ্যের আইনজীবী বলেন, কেউ অনুমতি চাইলে তো অনুমতি দিতে হবে। একইসঙ্গে তাঁর বক্তব্য, রাজনৈতিক কর্মসূচির 'অনুমতি দিলেও দোষ, না দিলেও দোষ!'

    পাশাপাশি, রাজ্যের আইনজীবী এও বলেন, কেউ যদি রাজনৈতিক বিরোধিতা প্রদর্শনের জন্য কোনও নেতাকে কালো পতাকা দেখান, তাহলে সেটা তো অন্য়ায় নয়। জবাবে বিচারপতি ঘোষ বলেন, 'সেটা অন্য কথা! কিন্তু এখানে আইনি অনুমতি দেওয়ার কারণে তো এই উত্তেজনা তৈরি হয়েছে।... আপনারা সবকিছু জেনেও কী করে দু'টি দলকে অনুমতি দিলেন?'

    এরপরই ওই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখতে চান বিচারপতি ঘোষ। আর তখনই প্রশ্ন ওঠে বিজেপির তোলা অভিযোগ নিয়ে। বিজেপি সেই দিনের ঘটনার যে ভিডিয়ো ফুটেজ আদালতে পেশ করেছিল, তা দেখে বিচারতি ঘোষ বলেন, 'এই ফুটেজে কিছুই দেখা যাচ্ছে না। ভালো কোনও ফুটেজ থাকলে দেখান। আপনারা যেগুলোকে বাঁশের লাঠি বলছেন, আমার সেগুলোকে দেখে ফাইবার স্টিক মনে হচ্ছে। আর, ফাইবার স্টিক পুলিশ ব্যবহার করে। এই ফুটেজ দেখে মনে হচ্ছে, পুলিশ আপনাদেরই বাঁচানোর চেষ্টা করছে। পরিষ্কার ফুটেজ থাকলে নিয়ে আসুন, যেটায় হামলার ছবি স্পষ্ট দেখা যেতে পারে।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)