অবসরের ৩ দিন আগে যাদবপুরের অস্থায়ী উপাচার্যকে সরালেন রাজ্যপাল
হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। শুক্রবার রাজভবন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর রাজনৈতিক সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকেই ভাস্করবাবুর ভূমিকা প্রশ্ন উঠেছিল। এবার তাঁকে সরিয়ে দিলেন রাজ্যপাল। তবে তাঁর জায়গায় নতুন কাউকে স্থায়ী বা অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেননি রাজ্যপাল।
গত ১ মার্চ যাদবপুরে তৃণমূলি অধ্যাপক সংগঠনের সভায় যোগদান করতে গিয়ে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করানোর দাবিতে সোচ্চার হন ছাত্ররা। অভিযোগ ওঠে, বিক্ষোভরত এক ছাত্রের ওপর দিয়ে চলে যায় শিক্ষামন্ত্রীর গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় রাজ্য-রাজনীতিতে।
এই ঘটনায় ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে শিক্ষামন্ত্রীর নিন্দা করতে হবে বলে দাবি তোলেন ছাত্ররা। ওদিকে ঘটনার পর নিজেকে অসুস্থ বলে দাবি করে হাসপাতালে ভর্তি হন ভাস্করবাবু। ওদিকে ভাস্করবাবুর সঙ্গে বৈঠকের দাবিতে ধরনায় বসেন ছাত্রছাত্রীরা। গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজে যোগদান করেন তিনি। শুক্রবার তাঁকে অপসারণ করলেন রাজ্যপাল। বলে রাখি, ৩১ মার্চ অবসর নেওয়ার কথা ছিল ভাস্করবাবু। তার ৩ দিন আগে পদ থেকে অপসারণ করা হল তাঁকে।
তবে যাদবপুরের উপাচার্য হিসাবে কারও নাম ঘোষণা করেননি রাজ্যপাল। রাজ্যের তরফে যে তালিকা রাজভবনে পাঠানো হয়েছে তার মধ্যে কারও নামেই এখনও সম্মতি জানাননি সিভি আনন্দ বোস।