মাদ্রাসাগুলিতেও চালু হবে হলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতা বাড়ল আবাসিক পড়ুয়াদের
হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৫
রাজ্যের মাদ্রাসার পড়ুয়াদের জন্য সুখবর! এত দিনের প্রথাগত শিক্ষাব্যবস্থার সীমা টপকে এবার তাদের সামগ্রিক বিকাশের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আর, সেই লক্ষ্যপূরণে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদকে অনুসরণ করছে তারা। স্থির হয়েছে, শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদের মতোই মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্যও 'হলিস্টিক রিপোর্ট কার্ড' চালু করা হবে। একইসঙ্গে, মাদ্রাসার আবাসিক পড়ুয়াদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার কথা ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করার জন্য ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, চলতি বছরই নয়া এই মূল্যায়নব্যবস্থা কার্যকর করা হবে এবং তার আওতায় থাকবে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা।
মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, 'ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। আমরাও ছাত্র-ছাত্রীদের সার্বিক মূল্যায়নের উপর জোর দিতে এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করতে চলেছি। এই মূল্যায়নের ফলে পড়ুয়া-শিক্ষক উভয়েরই উপকার হবে।'
তবে, যেহেতু মাদ্রাসাগুলির কাছে এটি একেবারে নতুন একটি ব্যবস্থাপনা, তাই এর জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া দরকার। স্থির করা হয়েছে, ইদের ছুটি শেষ হলেই হাইব্রিড মোডে সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কিন্তু, মাদ্রাসা শিক্ষকদের একাংশ বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁদের বক্তব্য, নতুন একটি ব্যবস্থপনাা তাড়াহুড়ো করে চালু করতে গেলে তাতে পড়ুয়াদের মূল্যায়নে ত্রুটি থেকে যেতে পারে।
প্রসঙ্গত, হলিস্টিক রিপোর্ট কার্ড হল এমন এক ধরনের মূল্যায়নের মাপকাঠি, যাতে প্রত্যেক পড়ুয়ার পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য থাকার পাশাপাশি সে পড়াশোনায় সামগ্রিকভাবে কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে, তার ব্যক্তিত্ব কেমন, সামাজিকভাবে কীভাবে সে নিজেকে উপস্থাপিত করে, তার চরিত্রের ইতিবাচক দিন কোনগুলি এবং কোন কোন ক্ষেত্রে তাকে আরও বেশি করে নিজেকে প্রস্তুত করতে হবে, এই সমস্ত কিছু তুলে ধরা হয়।
ইতিমধ্যেই এই ব্যবস্থাপনা চালু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং জাতীয় শিক্ষানীতি অনুসারে এই রিপোর্ট কার্ড তৈরি করা হবে। মাদ্রাসাগুলিতেও একই ব্যবস্থাপনা চালু করা হবে।
এর পাশাপাশি, মাদ্রাসার আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য ভাতা বৃদ্ধি করার কথাও ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। এত দিন এই পড়ুয়ারা মাসে ১,০০০ টাকা করে ভাতা পেত। এবার থেকে তাদের দেওয়া হবে ১,৮০০ টাকা।