• RG করের তথ্যপ্রমাণ লোপাটকারীকে পুরপ্রধান করবেন,আর বাঙালি প্রশ্ন করবে না? সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ২৮ মার্চ ২০২৫
  • লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বামপন্থী ছাত্র সংগঠন SFIএর বিক্ষোভকে সমর্থন করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশ ঘিরে রাখে বলে কেউ প্রশ্ন করতে পারে না। নইলে মাননীয়া মুখ্যমন্ত্রীকে কলকাতার রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে।

    এদিন সুকান্তবাবু বলেন, ‘আরেকবার যথারীতি বাংলার মান সম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী। উনি বেশি বললেই বাংলার মান সম্মান চলে যায়। কারণ, এমন সব শব্দ, এমন সব ভাষা বলেন উনি যাতে বাংলার মান সম্মান, দেশের মান সম্মান যায়। আরজি কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক। আরজি করে যারা তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন, যাদের নাম বারবার এসেছে তাদের অন্যতম সোমনাথ দে, তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন। অর্থাৎ পুরস্কার দিলেন। বাংলার মানুষ, বাঙালি চুপ করে বসে থাকবে? বাঙালি তো সেই ধরণের মেরুদণ্ডহীন জাতি নয়। বাঙালি প্রশ্ন করবেই। কলকাতায় করতে পারে না, কারণ কলকাতায় পুলিশ ঘিরে রাখে। পুলিশ সরিয়ে দিন, মাননীয়া মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে।’

    বৃহস্পতিবার লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় তাঁকে আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্ন করেন সেখানে পাঠরত বাঙালি ছাত্ররা। প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীকেই আরজি করের চিকিৎসকের খুনি বলে দাবি করেন তাঁরা। পালটা মুখ্যমন্ত্রী জবাবে বলেন, বিষয়টি বিচারাধীন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)