আরজি কর কাণ্ডে নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। সেই আবেদনের ভিত্তিতে দেশের শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। নতুন মামলায় হাইকোর্টের প্রশ্নের জবাবে এই ঘটনা ‘গণধর্ষণ’ নয় বলে জানিয়ে দিল সিবিআই। ২৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
সিবিআই শুক্রবার আদালতে জানায়, শুধু নথি বা মোবাইলের তথ্য প্রমাণ নয়, ১৪ জন ডাক্তারকে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, এখনও একজনই এই ঘটনা ঘটিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তবে হাইকোর্টের নির্দেশ, গোটা তদন্ত প্রক্রিয়া হয়ে গেলেও বাকিটা করতে এত কেন দেরি হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে সিবিআইকে। কোথায় আটকাচ্ছে তদন্ত? জানাতে হবে তদন্তকারী সংস্থাকে। পাশাপাশি, কলকাতা পুলিশ প্রথম তদন্ত শুরু করে যে কেস ডায়েরি তৈরি করেছিল, সেই সিডি তলব করেছে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, আরজি কর নিয়ে সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট হননি নির্যাতিতার মা-বাবা। ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদহ আদালত রায় দেওয়ার আগেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই আবেদন করা হয়েছিল। বিচারপতি ঘোষ প্রাথমিকভাবে শীর্ষ আদালতের এই আবেদন শুনতে চাননি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। সেই আবেদনেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টে এই আবেদন শোনা যাবে।