গ্যাস সিলিন্ডার ফেটে দুর্গাপুর স্টিল টাউনশিপের একের পর এক দোকানে অগ্নিকাণ্ড। ওই এলাকার পিছনেই রয়েছে সরকারি স্বাস্থ্য কেন্দ্র। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ করে রাখা হয়। পরপর দুটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বেআইনিভাবে গ্যাস রিফিলিংয়ের জন্যেই এই অগ্নিকাণ্ড? খতিয়ে দেখছে পুলিশ। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দুর্গাপুর স্টিল টাউনশিপের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি রোড এলাকায় একটি সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। রঞ্জিত খাঁ নামে একজনের সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় ওই সাইকেল সাড়াইয়ের দোকানে। আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ায় ভষ্মীভূত হয়ে যায় পাশের একটি দোকানও। এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল।
পাশের একটি দোকানের মালিক মিলন মণ্ডলের দাবি, ‘সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফিলিং করা হয়। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে। সাইকেলের দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। আমার দোকানের একাংশও ভস্মীভূত হয়েছে।’
সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পাশেই বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের জেরে এ দিন বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে হয়। প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, ‘আমি ঘটনাটি শুনলাম। স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি।’