বীরভূমের সাঁইথিয়ায় রেলের আন্ডারপাস পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সরকারি বাস। বাস থেকে পড়ে যান এক মহিলা বাসযাত্রী। তাঁর পায়ের উপর দিয়ে চলে যায় বাসের চাকা। আহত যাত্রীর নাম বৈশাখী ঘোষ। শুক্রবার দুপুরেএই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
শুক্রবার পৌনে ২ টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাঁইথিয়া রেলের আন্ডারপাসের নীচে। সিউড়ি থেকে বহরমপুর অভিমুখে যাচ্ছিল সরকারি বাসটি। আন্ডারপাস পার হওয়ার রাস্তাটি কিছুটা ঢালু। এই রাস্তা দিয়ে উপর দিকে ওঠার সময়ই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি নিচের দিকে নামতে শুরু করে। বাসের ধাক্কায় রাস্তা লাগোয়া কয়েকটি গার্ডওয়ালও ভেঙে যায়।
এই অবস্থায় বাসের যাত্রীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে ওই মহিলা বাসযাত্রী বাস পড়ে গেলে তাঁর একটি পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। প্রত্যক্ষদর্শী দিলীপ ঘোষ বলেন , ‘হঠাৎ দেখি বাসটা রেলফোঁকর পার হয়ে উপরের দিকে উঠে আবার নামতে শুরু করেছে। বাসের ধাক্কায় একের পর এক গার্ডওয়াল ভাঙছে। বাস পাল্টি খাওয়ার আশঙ্কায় যাত্রীরা ভিতর থেকে চেঁচামেচি করছেন। এক সময় বাসটা দাঁড়িয়ে যায়। ছুটে গিয়ে দেখি এক মহিলা পড়ে রয়েছেন। তার বাঁ পায়ের হাড়গোড় ভাঙা। ব্যাগটি পড়ে রয়েছে অদূরে।’
আহত মহিলাকে সঙ্গে সঙ্গে.সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মহিলার সোমাই বলেন, ‘স্বামী পার্থ ঘোষ বলেন , ‘স্ত্রী একাই মুর্শিবাদের পাঁচথুপি মাসিরবাড়ি যাচ্ছিলেন। পুলিশের কাছে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি।’ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান , উপরের দিকে ওঠার সময় বাসের ব্রেকফেল করে ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায় , বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।
তথ্য সহায়তা: অর্ঘ্য ঘোষ