• ১২ জন তৃণমূল নেতাকে ১০ বছরের কারাদণ্ড, কাকলি তা-র ‘অস্থায়ী জামিন’ মঞ্জুর
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাবাকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে শুক্রবার BDA-এর চেয়ারপার্সন কাকলি গুপ্ত তা-কে ৩ বছরের কারাদণ্ড এবং বাকি ১২ জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। ২০১৭ সালের এই মামলায় শুক্রবার সাজা ঘোষণা করেন বর্ধমান ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র।

    বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন তথা বর্ধমান-১ ব্লক তৃণমূল সভাপতি কাকলি তা গুপ্ত ছাড়াও এই মামলায় বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্ধমান ১-এর যুব তৃণমূলের সভাপতি মানস ভট্টাচার্য, রায়ান ১ গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ ও অঞ্চল সভাপতি শেখ জামাল-সহ ১৩ জনকে আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত। 

    ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রায়ান ১-এর তৎকালীন পঞ্চায়েত সদস্য জীবনকৃষ্ণ পালের বাবা দেবু পালের উপর আক্রমণ করা হয়। দেবু পালের স্ত্রী তথা জীবনকৃষ্ণ পালের মা সন্ধ্যা পাল বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছিলেন। খুনের চেষ্টা, মারধর-সহ একাধিক ধারায় মামলা হয় মোট ১৩ জনের বিরুদ্ধে। 

    তবে, তিন বছরের সাজা ঘোষণা হওয়ার জন্য নিয়ম অনুযায়ী, বর্ধমান আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্রের কাছে আজই (শুক্রবার) রিট পিটিশন জমা দেন কাকলি তা’র আইনজীবী। সেই আবেদনের ভিত্তিতে ২০ হাজার টাকার বন্ডের বিনিময়ে ‘অস্থায়ী জামিন’ মঞ্জুর করা হয়েছে। কাকলি তা’র আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, ‘আমার মক্কেল অসুস্থ। তাঁকে তিন বছরের সাজা ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী আজই আমরা রিট পিটিশন জমা দিয়েছি। বিচারক ২০ হাজার টাকা বন্ডে জামিন ঘোষণা করেছেন। একমাসের জন্য অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।’

  • Link to this news (এই সময়)