• উল্টে গেল মদবোঝাই লরি, পেটি পেটি মদ নিয়ে বাড়ি গেলেন অনেকেই
    আজকাল | ২৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে গেল মদবোঝাই লরি। চালক ও খালাসিকে উদ্ধারের বালাই নেই। সবাই তখন ব্যস্ত মদের বোতল কুড়াতে! বাইকে করে মদের পেটি নিয়েও অনেকে ছুটছেন বাড়ির দিকে, এই দৃশ্যও দেখা গেল! শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কামদেবকাঠি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মদবোঝাই একটি লরি উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল। পথে দেগঙ্গা থানার কামদেবকাঠি এলাকায় লরিটির সামনে আচমকা একটি বিড়াল চলে আসে। 

    ওই বিড়ালটিকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। রাস্তার ওপরে মদবোঝাই ওই লরিটি উল্টে পড়ে। রাস্তার ওপর মদের পেটি ও বোতল ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়ে স্থানীয়দের অনেকেই সেখানে ছুটে আসেন। চালক ও খালাসি তখন জখম অবস্থাতেই সেখানে পড়েছিলেন। কিন্তু সুরাপ্রেমীদের সেদিকে যেন নজরই নেই। তাঁরা তখন ব্যস্ত মদের বোতল কুড়োতে। যে যেমন ভাবে পেরেছেন মদের বোতল নিয়ে ছুটছেন বাড়ির দিকে। শুধু বোতলই নয়, মদের গোটা পেটি ধরেও তাঁরা ছুটেছেন। 

    কেউ কেউ আবার মোটরবাইক নিয়ে এসেছেন রাস্তা থেকে মদের বোতল কুড়োনোর জন্য।  ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্য গাড়ির যাত্রীরা তাড়িয়ে তাড়িয়ে দেখলেন হাস্যকর সেই ছবি। দুর্ঘটনায় জখম চালক ও খালাসি রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছিলেন। অভিযোগ, সেদিকে কারও হুঁশ নেই। জখম লরির চালক ও খালাসিকে কেউ প্রাথমিকভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি, এই অভিযোগও শোনা গিয়েছে। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে অবশ্য অনেকেই মুখ লুকিয়েছেন। দু'একজন সামনে এসে কথা বললেও মদের বোতল নিয়ে পালানোর কথা তাঁরা বেমালুম চেপে গিয়েছেন।

    স্থানীয় বাসিন্দা পাঁচি সর্দার বলেন, 'রাস্তার উপরে মদের লরি উল্টে গিয়েছে। আমাকে বলেছে রাস্তা পরিষ্কার করে দিলে টাকা দেবে। তাই আমি রাস্তা পরিষ্কার করতে এসেছি।' এলাকার আরেক বাসিন্দা জানিয়েছেন দুর্ঘটনার কথা। ‌ তবে তিনিও চালকও খালাসিকে হাসপাতালে না পাঠিয়ে মদের বোতল নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের উদ্যোগে মদবোঝাই লরির চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
  • Link to this news (আজকাল)