মদ খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারান গেটম্যান। ভাইরাল ভিডিও দেখে অনেকেই রেল কর্মীদের দায়ভার দেখে প্রশ্ন তুলেছিলেন। এবার আমতা-হাওড়া শাখায় ওই ট্রেনের চালক দূর থেকে দেখেন গেট খোলা। লেভেল ক্রসিং পার করছেন সাধারণ মানুষজন। তাঁরাই ট্রেন এসেছে দেখে গেটম্যানকে ডাকাডাকি করে ঘুম থেকে তোলেন। তড়িঘড়ি রেল গেট ফেলা হয়। তারপর ট্রেন রওনা দেয়। স্থানীয়দের দাবি, রেল গেট খুলে রেখে, পাশের ছোট্ট গুমটি ঘরে গেটম্যান ঘুমোচ্ছিলেন।
হুঁশ নেই ট্রেন আসবে। কিন্তু সময়ে ট্রেন এসে পৌঁছে যায়। চালক বারবার হর্ণ দিলেও গেট পড়েনি। স্থানীয়রা গেটম্যানকে ঘুম থেকে তুললে তারপর গেট ফেলেন তিনি। এই লাইনে ট্রেন মাঝে মাঝেই দেরি করে চলে বলেই গেটম্যান গেট খুলে ঘুমিয়ে পড়েছিলেন বলে যাত্রীদের অভিযোগ। কিন্তু ওইদিন ট্রেন ঠিক সময়ে চলে আসে। ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তবে তার থেকে বড়সড় বিপদ ঘটে যেতে পারে বলে আতঙ্কিত যাত্রী ও সাধারণ মানুষ।