পালিতা কন্যাই সর্বনাশ ঘটাল পরিবারের, মাথায় হাত ইঞ্জিনিয়ারের...
আজকাল | ২৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সর্বনাশ করল পালিতা কন্যাই। গত ১১ বছর ধরে তাকে লালনপালন করার পরেও শেষপর্যন্ত বাড়িতেই চুরি করতে চোরকে সাহায্য করল সে। যদিও ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ বামাল-সহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আসানসোল পুলিশ কমিশনারেট এলাকার আলাউদ্দিন খাঁ বিথি এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জীব শর্মা নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে দীপু বলে একটি মেয়ে ছোটবেলা থেকেই থাকত। নিজের মেয়ের মতো তাকে দেখাশোনা করতেন সঞ্জীব ও তাঁর স্ত্রী নাগমনিদেবী। পরিবারের পদবী অনুযায়ী মেয়েটির পদবীও শর্মা রাখা হয়। সম্প্রতি দিল্লি থেকে দীপা যাদব নামে দীপুর পরিচিত একজন তাঁদের বাড়িতে আসে। বৃহস্পতিবার নাগমনিদেবী কিছু সময়ের জন্য বাজারে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন আলমারি থেকে ২৫ ভরি সোনার গয়না, ১ কেজি রুপোর অলংকার এবং নগদ আড়াই লক্ষ টাকা উধাও।
পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে দীপুর কথায় অসঙ্গতি ধরা পড়ে। আটক করে দীপুর মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ এই চুরির সঙ্গে তার যোগাযোগ বুঝতে পারে। জেরায় দীপু জানায় দীপা বৃহস্পতিবারই দিল্লিগামী ট্রেন ধরবে। এরপর দীপার ফোনের টাওয়ার পরীক্ষা করে দেখা যায় দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সে আছে। স্টেশনে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে পেশ করে পুলিশ।