• যাদবপুরের উপাচার্য পদ থেকে অপসারিত ভাস্কর গুপ্ত, মেয়াদ শেষের চারদিন আগেই বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল...
    আজকাল | ২৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে ভাস্কর গুপ্তকে সরিয়ে দেওয়া হল। ৩১ মার্চ অধ্যাপক হিসাবে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে চার দিন আগে ২৭ মার্চ রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল উপাচার্যপদে আর থাকছেন না ভাস্কর গুপ্ত। অর্থাৎ, সময়ের আগেই তাঁকে সরানো হল। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    রাজভবনের বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ২০২৪ সালের ২০ এপ্রিল অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

    ভাস্কর গুপ্ত রাজভবনের এই নির্দেশিকা প্রসঙ্গে জানিয়েছেন, ২০২৪ সালের ২২ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন। মেয়াদ শেষ হতে আর চারদিন বাকি ছিল। তার আগেই এই চিঠি দেওয়া হয়েছে।  ৩১ মার্চ তারিখ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে থাকবেন।  যতদিন উপাচার্যের দায়িত্বে ছিলেন, যাদবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন।

    ভাস্কর গুপ্তের অপসারণের ফলে আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে গেল। ফলে নতুন করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। 

     
  • Link to this news (আজকাল)