ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তর কলকাতায়, হাসপাতাল আবাসনে ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনার তদন্তের পুলিশ...
আজকাল | ২৯ মার্চ ২০২৫
আজকাল ওয়েবেডেস্ক: উত্তর কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরের একটি আবাসনের তিন তলা থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। ওই ব্যক্তির নাম সঞ্জীব তুরি। বয়স ৫৭ বছর। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ বেলেঘাটা থানার পুলিশ আবাসনের একটি ঘর সঞ্জীবের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তাঁর দেহ গামছা দিয়ে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, সঞ্জীব বেলেঘাটা আইডি হাসপাতালে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন। বিগত বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। সঞ্জীবের সঙ্গে হাসপাতালের আবাসনে থাকতেন তাঁর মেয়ে ও মেয়ের স্বামী। শুক্রবার সকালে প্রথম ঝুলন্ত অবস্থায় দেহটি তাঁর মেয়ে দেখতে পান। এরপর স্থানীয় থানায় ফোন করেন। তারপর পুলিশ এসেই ঝুলন্ত দেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠিয়েছে। এদিন সকালে ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানিয়েছে তাঁর পরিবার।
পুলিশে প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তে রিপোর্ট এলেই সবটা পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।