• DYFI-র উত্তরকন্যা অভিযানে চলল লাঠি-কাঁদানে গ্যাস, রণক্ষেত্র এশিয়ান হাইওয়ে
    আজ তক | ২৯ মার্চ ২০২৫
  • ডিওয়াইএফআই-এর উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়ির তিনবাত্তি এলাকায়। একাধিক দাবিতে এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরকন্যা অভিযান চালায় ডিওয়াইএফ আই কর্মী সমর্থকরা। এই অভিযানকে রুখতে তিনবাত্তি মোড় থেকে ফুলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ের ওপর মোট ৬ জায়গায় ব্যারিকেড বসায় পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি মোকাবিলায় ভিন জেলা থেকেও আনা হয় পুলিশ। আনা হয় জলকামান। পুলিশের পক্ষ থেকে অভিযানকে অবৈধ ঘোষণা করে মাইকিং করা হয়।

    মিছিল উত্তরকন্যার দিকে এগোতে গেলে, আগে থেকেই মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ। ব্যারিকেতের কিছুটা আগে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা এরপর বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করে।  ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি অভিযোগ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়া হয়। এরপরে পরিস্থিতি আরো বেগতিক ঘটে । আন্দোলনকারীদের সরাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। 

    বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ ও স্থায়ী চাকরির দাবিতে DYFI-এর উদ্যোগে উত্তরকন্যা অভিযান অনুষ্ঠিত হয়। তবে, পুলিশি ব্যারিকেডে আটকে যায় মিছিল, রাস্তায় বসে ব্যারিকেডের বিরুদ্ধে স্লোগান চালায় বিক্ষোপকারীরা। মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ "পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা পিছু হটব না। রাজ্যজুড়ে আরও বড় আন্দোলন হবে। তাঁর দাবি, রাজ্য যখন উত্তর দিতে পারে না, ডিওয়াইএফআইকে ভয় পায়, তখন তারা পুলিশকে এগিয়ে দেয়।"

    এদিন ডিওয়াইএফআই কর্মীদের মিছিল উত্তরকন্যার অভিমূখে যাত্রা শুরু করলে তিনবাত্তি মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। মিছিল আটকে দেওয়ার পরই রাস্তার ওপর বসে পড়েন আন্দোলনকারীরা। থমকে যায় সেই রাস্তার ওপরে যানচলাচল। অবরুদ্ধ হয়ে পড়ে এশিয়ান হাইওয়ে। পুলিশের তরফে মাইকিং করার পরও আন্দোলনকারীরা রাস্তার ওপর থেকে সরে না যাওয়ায় জলকামান চালিয়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। এরপরেই পুরো এলাকা রণক্ষেত্রের আকার নেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    সেই সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা পাথর ছোঁড়ে বলেও অভিযোগ। পালটা পুলিশের তরফে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। আন্দোলকারীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস। এরপরেই কিছুটা পিছু হঠে আন্দোলকারীরা। এখনও রাস্তা থেকে সরেনি ডিওয়াইএফআই কর্মীরা। এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে। বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যাওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি থানায়।

     
  • Link to this news (আজ তক)