• নজরে ৩ জনের কল রেকর্ড, আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট দিল CBI
    আজ তক | ২৯ মার্চ ২০২৫
  • আরজি কর ধর্ষণ ও খুন মামলার তদন্তে অগ্রগতির রিপোর্ট শুক্রবার শিয়ালদহ আদালতে জমা দিল সিবিআই। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা এই রিপোর্টে তদন্তের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।

    তিন ব্যক্তির ফোন কলের তথ্য খতিয়ে দেখছে সিবিআই

    সূত্রের খবর, সিবিআই-এর নজরে এখন তিনজন সন্দেহভাজনের কল রেকর্ড। তাঁদের ফোন কলের বিস্তারিত তথ্য (CDR) সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তের স্বার্থে নতুন করে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যা মামলার বিভিন্ন দিক পরিষ্কার করতে সাহায্য করতে পারে।

    প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের সন্দেহ

    সিবিআই-এর রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টার পাশাপাশি বড় ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র থাকতে পারে। তদন্তকারীরা ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের নতুন কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন, যা ঘটনার রাতে হাসপাতালের ভেতরের পরিস্থিতি বোঝাতে সাহায্য করবে।

    তদন্তের ধীরগতিতে অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার

    সিবিআই দাবি করেছে, তারা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে নির্যাতিতার পরিবার তদন্তের অগ্রগতি নিয়ে হতাশ। নির্যাতিতার বাবা আদালতের বাইরে বলেন, "কতদিন লাগবে এই তদন্ত শেষ হতে? শুধু হবে হবে শুনছি, কিন্তু আমরা বিচার কবে পাব?" পরিবারের আইনজীবীরও একই অভিযোগ, তিনি বলেন, "তদন্তের কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। শুধু তদন্ত চলছে বললেই তো হবে না, দ্রুত সুবিচার দরকার।"

    সিবিআই মামলার তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং আদালতে পরবর্তী শুনানিতে তারা নতুন তথ্য পেশ করতে পারে। তবে নির্যাতিতার পরিবার দ্রুত বিচার চায় এবং তদন্তে আরও গতি আনার দাবি জানিয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপরই নির্ভর করছে মামলার ভবিষ্যৎ গতি।
  • Link to this news (আজ তক)