পিয়ালি মিত্র: আরজি কর-কাণ্ডে ৩ জনের কল রেকর্ডসে নজর সিবিআই-এর। আদালতে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। ৩ পাতার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
সূত্রের খবর, ওই রিপোর্টে সিবিআই জানিয়েছে নতুন করে ৩ জনের কল ডিটেইলস জোগাড় করে নজর রাখা হচ্ছে। ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এবং আর জি কর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য। এর পাশাপাশি সিবিআই আরও জানায় যে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনও তথ্যপ্রমাণ পাওয়া গেলে তা আদালতে জানানো হবে। সিবিআই আজ রিপোর্টে উল্লেখ করেছে যে, বৃহত্তর ষড়যন্ত্র, ঘটনা ধামাচাপা দেওয়া ও মূল ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা নিয়ে তদন্ত চলছে।
এদিন তিলোত্তমার পরিবারের আইনজীবী আদালতে সওয়াল করেন, জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকারর নির্দেশ থাকলেও তারা হাজির থাকছেন না। তদন্তের নামে মামলার দীর্ঘসূত্রিতা চলবে না। তিলোত্তমা বাবা বিচারককে বলেন, "৮ মাস ধরে যেটা হবে হবে করছে, সেটা হচ্ছে না। এটাই বলার। আমরা অপেক্ষা করে আছি। আপনার ভরসায় আছি।"
জবাবে বিচারক বলেন, স্ট্যাটাস রিপোর্টে অগ্রগতির কথা বলা আছে। একটু ধৈর্য্য ধরতে হবে। অভিযোগ যা আছে, তাতে রাতারাতি কিছু হবে না। এর পাশাপাশি ২৮ এপ্রিল সিবিআইকে আদালতে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারক। সেইসঙ্গে ১৬ এপ্রিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে, আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন বিচারক।