• রাজারহাটের মার্লিন রাইজে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির, বিতরণ করা হল চশমাও
    প্রতিদিন | ২৯ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্লিন গ্রুপ তাদের সামাজিক দায়বদ্ধ শাখা বা (সিএসআর)-এর মধ্যে দিয়ে মার্লিন রাইজের কর্মীদের নিয়ে এক চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করেছিল। এই উদ্যোগটির মধ্যে দিয়ে তিনশোরও বেশি কর্মীরা উপকৃত হয়েছেন। এবং ১২৫ জনকে চশমা দেওয়া হয়েছে।

    রোটারি মহানগর নেত্রালয়ের সহযোগিতায়, চার চক্ষু বিশেষজ্ঞের দল এই আবাসনের কর্মীদের চোখ পরীক্ষা করেন। আজ এই চশমা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের ডিরেক্টর শ্রীমতী সীমা মোহতা। তিনি কর্মীদের হাতে চশমা তুলে দেওয়ার পাশাপাশি চোখের যত্ন ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। মার্লিন গ্রুপ গত চার বছর ধরে এই রকম স্বাস্থ্য শিবির আয়োজন করে আসছে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মার্লিন গ্রুপের ডিরেক্টর সীমা মোহতা বলেন, “সামাজিক দায়িত্ব বা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে সমাজ এবং মানুষের পাশে থাকতে পারে আমি আনন্দিত। আমরা ভবিষ্যতেও এই রকম ভাবে মানুষের পাশে থাকব এবং কাজ করে যাব।”
  • Link to this news (প্রতিদিন)