• বাইক-ট্রাক-কন্টেনারের সংঘর্ষ, বেপরোয়া গতির দৌড়ে ভয়াবহ দুর্ঘটনা মেদিনীপুরে
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • রাত বাড়লেই বেপরোয়া গতির দৌড় শুরু কলকাতা থেকে মফস্বল সর্বত্র। সেই বেপরোয়া গতির জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে। বেপরোয়া বাইক ছুটিয়ে কেশপুর থেকে বসন্তপুরের মেলা দেখতে যাচ্ছিল ৪ যুবক। ১৬নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইক। গুরুতর জখম হন চার বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের বসন্তপুরে।

    প্রত্যক্ষদর্শীরা যা জানিয়েছেন তা রীতিমতো উদ্বেগের। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এক বাইকে করেই যাচ্ছিলেন চার যুবক। শুধু তাই নয়, বাইক হাওয়ার বেগে উড়লেও চার জনের মাথাতেই ছিল না কোনও হেলমেট। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। চারজনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

    জানা গিয়েছে, শুক্রবার রাত্রি ১১টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অধীন বসন্তপুরে, ১৬নং জাতীয় সড়কে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত চার যুবকের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

    পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, চার যুবক একটি বাইকে করে খড়গপুরের দিক থেকে বসন্তপুরের দিকে যাচ্ছিল। বসন্তপুর ঢোকার ঠিক আগে একটি কন্টেনারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। এরপর বাইক আরোহীদের রক্ষা করতে গিয়ে কন্টেনারটি রাস্তা থেকে কিছুটা সরে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি ট্রাক এসে কন্টেনারে ধাক্কা মারে। আর তাতেই কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে ধাক্কা মারে বাইকে। পিছন থেকে আরও একটি তরমুজ বোঝাই ট্রাক এসে কন্টেনারে ধাক্কা মারে। কন্টেনার ও তরমুজ বোঝাই ট্রাকের মাঝে পড়ে যায় চার বাইক আরোহী। দ্রুত তাদের জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে উদ্ধার করা হয়। পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, চার যুবকই কেশপুর ব্লকের গোপীনাথপুর এলাকার বাসিন্দা। কেশপুর থেকে তারা বসন্তপুরে মেলা দেখতে যাচ্ছিল। চার যুবকের নাম ইন্দ্রজিৎ দোলুই, দেবাশিস হাঁসদা, মানিক দাস ও ভাস্কর মেট্যা। চারজনের বয়স ১৮ থেকে ২৩-র মধ্যে। এর মধ্যে ইন্দ্রজিৎ ও দেবাশিসের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)