• রাজ্যে নিযুক্ত নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক, চেনেন IAS মনোজ কুমারকে?
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকবেন তিনি। এতদিন পর্যন্ত ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন দিব্যেন্দু দাস। গত বছর ডিসেম্বর মাসে আরিজ আফতাবের জায়গায় দিব্যেন্দু দাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অবশেষে স্থায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত করল নির্বাচন কমিশন।

    ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার। বর্তমানে তিনি অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে বন দপ্তর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দপ্তরের দায়িত্বে ছিলেন। এর আগে প্রশাসনিক কর্মী বর্গ দপ্তর, খাদ্য দপ্তর, দমকল ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব পদেও ছিলেন মনোজ।

    উল্লেখ্য, রাজ্যে ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন আরিজ আফতাব। গত বছর ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন তিনি। পরবর্তীকালে নবান্ন কোনও নাম না পাঠানোয় ডিসেম্বর মাসে দিব্যেন্দু দাসকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক করেছিল নির্বাচন কমিশন।

    আগামী বছর রাজ্যে রয়েছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ‘একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড’ ইস্যু নিয়ে জোর চর্চা রাজ্যে। শুক্রবারই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বিষয়ে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। ‘ভুতুড়ে ভোটার’ নিয়ে কমিশনকে দ্রুত ও সক্রিয় ভূমিকা পালনের আর্জি জানানো হয় প্রতিটি রাজনৈতিক দলের তরফেই। প্রসঙ্গত, একই এপিক নম্বরে একাধিক কার্ড নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। অভিযোগের সত্যতা স্বীকার করে একাধিক কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে।

  • Link to this news (এই সময়)