• কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক কাঁথি সমবায় কৃষি ব্যাঙ্কের ভোট, মামলা আদালতে
    হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
  • আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন রয়েছে। তার আগে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচন করানোর আর্জি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। নির্বাচনে অশান্তির আশঙ্কা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন মামলাকারী। মঙ্গলবার এবিষয়ে কলকাতায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। ডিভিশন বেঞ্চের অনুমতি পাওয়ার পরে মামলা দায়ের করেছেন ওই সমবায় ব্যাঙ্কের সদস্য স্বপন বেরা।


    ম্যামলাকারীর আশঙ্কা, এই সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে ঘিরে অশান্তি হতে পারে। শাসকদলের দিকেই এবিষয়ে অভিযোগের আঙুল তুলেছেন মামলাকারী। তিনি আবেদনে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন করানোর জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এনিয়ে মামলা দায়েরের অনুমতি দেয়। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    উল্লেখ্য, কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবেই পরিচিত। ফলে রাজনৈতিকভাবে এই নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে। এর আগে গত ডিসেম্বরে কাঁথি সমবায় ব্যাঙ্কে নির্বাচন হয়েছিল। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার সেখানে আরও একটি সমবায় ব্যাঙ্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হল। যদিও গতবছর কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ধরাশায়ী হয়েছিল বিজেপি। ১০৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ১০১টি আসনে। বিজেপি পেয়েছিল মাত্র ছ’টি আসন। আর নির্দল প্রার্থী একটি আসনে জয়ী হয়েছিলেন।

    সেই নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কড়া নজরদারি ও আরও ব্যবস্থা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি কারচুপি রুখতে সিসি ক্যামেরার নজরদারিতে নির্বাচন হয়েছিল। সবমিলিয়ে ৩০০ টি সিসিটিভির ব্যবস্থা করা হয়েছিল। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এছাড়াও প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল। তার পর আরও একটি সমবায় ব্যাঙ্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)