শালোয়ার কামিজ পরে স্কুলে আসায় 'হেনস্থা' শিক্ষিকাকে, বড় নির্দেশ দিল হাইকোর্ট
হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
শালোয়ার কামিজ পরে স্কুলে গিয়েছিলেন এক শিক্ষিকা। এরপর সেই শিক্ষিকার বিরুদ্ধে কার্যত ফতোয়া জারি করেছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা। অভিযোগ তাঁরা জানিয়ে দিয়েছিলেন স্কুলে আসতে হলে শাড়ি পরেই আসতে হবে। তবে ওই শিক্ষিকা জানিয়ে দিয়েছিলেন শাড়ি পরে আসা সম্ভব নয়। কারণ তিনি বাঁশদ্রোনী থেকে বাসন্তী আসেন। প্রতিদিন তাঁকে ট্রেনে বাসে করে আসতে হয়।
এনিয়ে স্কুলেই তর্কাতর্কি হয়েছিল। সেই সময় ওই শিক্ষিকাকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। শিক্ষিকার মাথার চুলও ছিঁড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর অসুস্থ হয়ে পড়েন শিক্ষিকা। তাঁকে উদ্ধার করেছিল পুলিশ। এরপর গোটা ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত।
২০১০ সালের ডিসেম্বর মাসে এভাবে হেনস্থার শিকার হয়েছিলেন ওই শিক্ষিকা। এরপর থেকে আর স্কুলে ঢুকতে পারেননি ওই শিক্ষিকা। বলা ভালো তাঁকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এমনটাই দাবি করা হয়। এমনকী তাঁর বেতনও বন্ধ করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। অনেকদিন অসুস্থ ছিলেন তিনি। তিনি শিক্ষা দফতরেও গিয়েছিলেন।
তবে এবার সেই মামলা দ্রুত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গেই দক্ষিণ ২৪ পরগনার স্কুল পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই শিক্ষিকাকে ফের নিয়োগ করা হয়। এবার শিক্ষা দফতর পরবর্তী কী পদক্ষেপ নেয় সেটাও দেখার।