• মোথাবাড়িতে রাজ্য প্রশাসনকে দ্রুত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ
    হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
  • মালদার মোথাবাড়িতে যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা নিয়ে এবার জেলা পুলিশ ও জেলা প্রশাসনের দুই শীর্ষকর্তার কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলা শুনানি চলাকালীন মালদার পুলিশ সুপার ও জেলাশাসককে দ্রুত 'অ্যাকশন টেকেন রিপোর্ট' জমা দিতে বলে উচ্চ আদালত।

    উল্লেখ্য, মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একাধিক আইনজীবী নেতা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের অভিযোগ, মোথাবাড়িতে পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার, প্রশাসন ও পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকী, বিজেপির আইনজীবী নেতাদের তরফ থেকে রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণেরও অভিযোগ তোলা হয়েছে।

    যদিও রাজ্যের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্য়ের আইনজীবী আদালতকে জানান, মোথাবাড়ির গোষ্ঠী সংঘর্ষের পর পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসন ও পুলিশ সবরকম প্রচেষ্টা করছে।

    আদালতকে সরকারি আইনজীবী জানান, এই ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তায় ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন ইন্সপেক্টর এবং পাঁচজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকও রয়েছেন।

    সব শুনে আদালত তার পর্যবেক্ষণে জানিয়ে দেয়, এই ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। তাই রাজ্য সরকারকেই নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করতে হবে। তবে, এখনই এই বিষয়ে কেন্দ্রের করণীয় কোনও ভূমিকা নেই বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট বেঞ্চের পক্ষ থেকে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়, সকলেই চায় সর্বত্র শান্তি বজায় থাকুক। এবং সেই ব্যবস্থা রাজ্যকেই করতে হবে। রাজ্য যদি সেই কাজ করতে কখনও ব্যর্থ হয়, তখন না হয় দেখা যাবে।

    এর পাশাপাশি, রাজ্য সরকারকে আদালত সুনির্দিষ্টভাবে আরও কিছু নির্দেশ দেয়। যেমন - মোথাবাড়ির ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বহু ভিডিয়ো ছড়িয়ে পড়ে। অনেক ফেসবুক লাইভ করা হয়। সেগুলির সত্যাসত্য কতটা রয়েছে, তা রাজ্য সরকারকে যথাযথভাবে যাচাই করে দেখতে বলা হয়।

    বিচারপতিরা এক্ষেত্রে ওই সমস্ত ভিডিয়োর ফ্যাক্ট চেক করার উপর গুরুত্ব আরোপ করেন। যার প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী জানান, তাঁদের হাতে আসা তথ্য অনুসারে , ওই সমস্ত ভিডিয়োর কিছু আসল এবং কিছু ভুয়ো!
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)