• ‘মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না...’, অক্সফোর্ডে বক্তৃতার মাঝে গোলমালে বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে কেলেগ কলেজে বক্তৃতার মাঝে গোলমাল পাকিয়ে আদতে বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এমন প্রচেষ্টাকে কোনও দিনও সফল হতে দেবেন না বলে এক্স হ্যান্ডলে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে এবিষয়ে তিনি বাম-অতিবামদেরই দায়ী করেছেন। ছ’দিনের সফর শেষে বিলেত থেকে ফেরার পথে সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অক্সফোর্ডের কেলেগ কলেজে তাঁর ভাষণ পন্ড করতে চাওয়ার চেষ্টায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।

    এক্স হ্যান্ডলে কবিতার চার লাইন উদ্ধৃত করে মমতা লিখেছেন, ‘বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি/নবজাগরণের সুরে বাজে আগমনী/উন্নয়নের আলো মেঘে ঢাকবে না/মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না। ছেলেবেলায় বাবাকে হারানোর পর আমার জীবনটাই একটা যুদ্ধে পরিণত হয়। তখন থেকে লড়ছি। ছাত্রনেত্রী হয়ে লড়াই করেছি। বিরোধী নেত্রী হিসেবেও লড়াই চালিয়ে গিয়েছি। এখন আমি সরকারের প্রধান, তবু আমার লড়াই শেষ হয়নি। আমি ভয়ে কখনও লড়াই ছেড়ে পালিয়ে যায়নি। ভবিষ্যতেও পালাব না। তবে আমি কাউকে বাংলার গর্ব খর্ব করতে দেব না। বাংলার অসম্মান হতে দেব না। এমনকী এমন প্রশ্নও বরদাস্ত করব না, যা বাংলার ভবিষ্যৎ গড়তে হওয়া আত্মত্যাগগুলোকে খর্ব করবে।’

    একইসঙ্গে নিজের পোস্টে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, স্কলার, অধ্যাপক, শিক্ষাবিদদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। সেখানে এসে বাংলার সাফল্যকে তুলে ধরার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বৃহস্পতিবার অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে কেলেগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন গন্ডগোল করার চেষ্টা করেন দর্শকদের একাংশ। ভাষণের মাঝেই আপত্তিকর ভাবে সিঙ্গুর থেকে আরজি কর নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাঁর দিকে। তাল কাটে ভাষণের। সেই প্রসঙ্গেই এই পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    উল্লেখ্য, ছ’দিনের বিলেত সফরে অক্সফোর্ডে বক্তৃতা-সহ ঠাসা কর্মসূচি সেরে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দুবাই রওনা হয়েছেন তিনি। সেখান থেকে কলকাতার বিমান ধরে শনিবার সন্ধেয় শহরে নামার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  • Link to this news (এই সময়)