বরখাস্ত করা হল ব্রাজ়িল ফুটবল দলের কোচ দরিভাল জুনিয়ারকে।
ওডিশা থেকে কলকাতায় বাসে করে আসার সময়ে গাঁজা-সহ ৪ জনকে আটক করল পুলিশ। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে তাঁদের। এই গাঁজাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।
ছত্তিসগড়ের সুকমা জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই মাওবাদীদের। এনকাউন্টারে খতম ১৬ মাওবাদী।
দিল্লির মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রেখা গুপ্তা। সেখান থেকে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাঁরা সমগ্র দেশ এবং দিল্লিকে ভবিষ্যতে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবেন।
শুক্রবার গভীর রাত ১২টা নাগাদ ভয়াবহ আগুন লাগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজারে। সেই বাজারের হইপত এলাকায় একটি ফলের দোকানে হঠাৎ আগুন লাগে। ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বেলেঘাটায় ২৭ বছর বয়সি রোহন মণ্ডলের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। ময়নাতদন্ত রিপোর্টে দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও রোহনকে খুন করা হয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। রোহন নেশাগ্রস্ত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা তাঁকে খুন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।
শনিতে গরম আরও বাড়তে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় এ দিন তাপমাত্রার পারদ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে স্বস্তির বিষয়, শনিবার ভিজতে পারে উত্তরবঙ্গের ৪ জেলা।
ইদের দিন বোমা বিস্ফোরণের হুমকি পোস্ট ঘিরে তীব্র শোরগোল মুম্বইয়ে। এক্স হ্যান্ডল পোস্টে বোমা বিস্ফোরণ এবং অশান্তি ছড়ানোর হুমকি ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে মুম্বইয়ে।
কর্তব্যে গাফিলতি-সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করা হলো বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সামনে রেখে শুক্রবার পরিচালন সমিতির বৈঠকে আলোচনা হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কলেজের পরিচালন সমিতির সভাপতি স্বপনকুমার পান।
রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ মিয়ানমার। প্রাণহানি হয়েছে প্রায় ১৫০ জনের। অসংখ্য মানুষ আহত, ঘরছাড়া। ভেঙে পড়েছে একের পর এক বহুতল, ব্রিজ, রাস্তা। বন্ধ হয়েছে রেল-বিমান পরিষেবা। বিদ্যুৎ বিচ্ছিন্ন মিয়ানমার, ব্যাঙ্ককের বিস্তীর্ণ এলাকা। দুর্বিসহ এই পরিস্থিতিতে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠাচ্ছে ভারত। মিয়ানমারে ১৫ টন ত্রাণ পাঠাচ্ছে ভারত। বায়ুসেনার একটি সি-১৩০ এয়ারক্র্যাফ্ট হিন্ডন এয়ার ফোর্স স্টেশন থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছে মিয়ানমারের উদ্দেশে।