• কলকাতায় শনিবার ১২টার পর থেকেই বদলাবে আবহাওয়া, ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • চৈত্রের মাঝামাঝি ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। শনিতে গরম আরও বাড়তে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় এ দিন তাপমাত্রার পারদ চড়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে স্বস্তির বিষয়, শনিবার ভিজতে পারে উত্তরবঙ্গের ৪ জেলা।

    গতকাল (শুক্রবার) শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। অস্বস্তি বাড়িয়ে আপেক্ষিক আর্দ্রতাও বেড়েছে। আর আবহাওয়ার এই জোড়া ‘গুগলি’-তে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে, পূর্বাভাস এমনটাই।

    এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার, দাবি আবহবিদদের একাংশের। যদিও এই জেলাগুলিতে তাপপ্রবাহের কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি, তীব্র গরমে অস্বস্তি বাড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। কলকাতায় সকাল ৯টার পর বাড়বে রোদ। বেলা ১২টার পর থেকে গরম বাড়ার পূর্বাভাস। বেলা ৩টে পর্যন্ত শুষ্ক উষ্ণ লু-এর মতো হলকা হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গে যখন গরম বাড়ছে সেই সময়ে উত্তরবঙ্গের চার জেলায় শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই চারটি জেলা হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। রবিবার দার্জিলিঙেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও সার্বিক ভাবে বাড়তে পারে।

  • Link to this news (এই সময়)