• বিজলিমুণি চা বাগানের শেড ট্রির মগডালে দুই চিতাবাঘের লড়াই
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার সকালে ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণি চা বাগানের একটি শেড ট্রি’র মগডালে দু’টি চিতাবাঘকে লড়াই করতে দেখা যায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন বাগানের ১৩ নম্বর সেকশনে কাজ করতে গিয়ে সেই ছবি মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন শ্রমিকরা। আর এ ঘটনার পর বাগানে ফের চিতাবাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছে। যদিও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই বাঘ দু’টি গাছ থেকে নেমে পালিয়ে যায়। 

    এদিকে, খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে মাইকিং করেন। লোকজনকে সতর্ক থাকতে বলেন। বাগানের ম্যানেজার কাজল রক্ষিত বলেন, এদিন সকালে বাগানের সেচের কর্মী সহ আমরা বাগান পরিদর্শনে বের হই। ১৩ নম্বর সেকশনে এসে দেখি, দু’টি চিতাবাঘ গাছের মগডালে উঠে লড়াই করছে। যা ক্যামেরায় বন্দি করেছি। শ্রমিকরাও সেই ভিডিও তোলেন। দূর থেকে দেখে মনে হয়েছে চিতাবাঘ দু’টির সাব অ্যাডাল্ট। এর আগে বাগানে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। ফের খাঁচা পাতার জন্য বনবিভাগকে চিঠি করব। আপাতত বাগানের ওই অংশে কাজ বন্ধ রাখা হয়েছে। 

    এনিয়ে বনদপ্তরের ঘোষপুকুরের রেঞ্জার প্রমিত লাল বলেন, বাগানের ম্যানেজমেন্ট থেকে এখনও কোনও অভিযোগ পাইনি। সোশ্যাল মিডিয়া মারফত বিষয়টি জানাজানি হতেই ওই এলাকায় টিম পাঠিয়েছিলাম। আমরা সচেতনতা প্রচার চালিয়েছি। লিখিত পেলে উপরে মহলে জানানো হবে। 

    প্রসঙ্গত, ৪ মার্চ এই চা বাগানের ১ নম্বর সেকশনে পাতা তুলতে গিয়ে চিতাবাঘের হামলায় এক মহিলা শ্রমিক গুরুতর জখম হন। ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা বাগানের ১২ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতেছিলেন। পরবর্তীতে সেই খাঁচায় পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ বন্দি হয়েছিল। তবে শ্রমিকরা বাগানে আরও চিতাবাঘ থাকার দাবি করেছিলেন। 

    ভিডিও’তে দেখা গিয়েছে দু’টি চিতাবাঘ গাছে উঠে গিয়েছে। একসময় একেবারে মগডালে উঠে পড়েছে। দু’টি চিতাবাঘ লড়াই করছে। 

    মুহূর্তের মধ্যেই একটি চিতাবাঘ গাছ থেকে নেমে চা গাছের আড়ালে হারিয়ে যায়। অন্যটি আরও কিছুক্ষণ মগডালে থাকে। পরে সেটিও নেমে যায়। গোটা ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন শ্রমিকরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)